Breaking

Thursday, August 19, 2021

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | Bangla GK Diary Part-14

সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | Bangla GK Diary Part-14
সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর | Bangla GK Diary Part-14
সুপ্রিয় বন্ধুরা,
আজকে তোমাদের সঙ্গে Bangla GK Diary Part-14 শেয়ার করছি । যেটির মধ্যে গুরুত্বপূর্ণ 10টি জিকে প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে । আমাদের এই Gk Diary এর পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভান্ডারকে শক্তিশালী করে তুলতে এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি কে এগিয়ে নিয়ে যেতে পারবে ।
 GK Diary Part-14

⬕ প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল - এথেন্স, গ্রিস ।

⬕ ভারতীয় সংবিধান প্রথম সংশোধিত হয় - ১৯৫১ সালে ।

⬕ চাপের একক হল - পাস্কাল ।

⬕ ভারতের কোন লেকের জল সবচেয়ে বেশি লবণাক্ত ? - সম্বর । 

⬕ ভারতের কোন রাজ্যে নাথুলা গিরিপথ অবস্থিত ? - সিকিম ।

⬕ তামাক গাছের পাতায় কোন উপক্ষার থাকে ? - নিকোটিন । 

⬕ ভারতীয় জনসংঘ কে প্রতিষ্ঠা করেন ? - শ্যামাপ্রসাদ শ্যামাপ্রসাদ মুখার্জী । 

⬕ কোথায় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র অবস্থিত ? - শ্রীহরিকোটা ।

⬕ অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কি বলা হয় ? - বার্খান ।

⬕ ‘সঙ্গীত রত্নাকর’ গ্রন্থের রচিয়তা কে ছিলেন ? - শারঙ্গদেব ।

No comments:

Post a Comment

×close ad