Breaking

Friday, August 20, 2021

Computer Questions and Answers pdf in Bengali | Computer Basic knowledge 2021

Computer Questions and Answers pdf in Bengali | Computer Basic knowledge 2021 Question Answer pdf
Computer Questions and Answers pdf in Bengali 
সুপ্রিয় বন্ধুরা,
       আজ তোমাদের সাথে শেয়ার করছি কম্পিউটার সম্পর্কিত গুরুত্বপূর্ণ স্পেশাল SAQ প্রশ্নোত্তরের বাংলা PDF || Computer Questions and Answers pdf in Bengali; এই পিডিএফ ফাইলটিতে তোমরা গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নের উত্তর পাবে । যেগুলি তোমাদের বিভিন্ন চাকরির পরিক্ষায় এসে থাকে। তাই আমরা মনেকরি নীচে দেওয়া পিডিএফ ফাইলটিতে যে সব প্রশ্নউত্তর আছে সেগুলি যে কোন চাকরির পরিক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে ।

সুতারাং আর সময় নষ্ট না করে নীচ থেকে Computer Questions and Answers pdf in Bengali ফাইলটি ডাউনলোড করে নাও । 

কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ

১) কম্পিউটারের জনক কে ?
উত্তর :- চার্লস ব্যাবেজ ।

২) কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে ?
উত্তর :- মাইক্রো প্রসেসর ।

৩) কম্পিউটার প্রধানত কত প্রকার ?
উত্তর :- তিন প্রকার ।

৪) WWW এর পুরো নাম কি ?
উত্তর :- World Wide Web .

৫) কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলে ?
উত্তর :- CPU ।

৬) CPU এর ফুল ফর্ম কি -
উত্তর :- Central Processing Unit.

৭) বর্তমান যুগকে বলা হয় - 
উত্তর :- তথ্যের যুগ ।

৮) কম্পিউটার শব্দের অর্থ কি ?
উত্তর :- গণনাকারী যন্ত্র ।

৯) কম্পিউটার শব্দটির উৎপত্তি হয়েছে -
উত্তর :- কম্পিউট শব্দ থেকে ।

১০) বেসিক ভাষা উদ্বোধন করেন কে ?
উত্তর :- জন কেমিনি ও টমাস কার্টজ ।

১১) কম্পিউটারের আবিষ্কারক কে ?
উত্তর :- হাওয়ার্ড এ্যাইকিন ।

১২) আউটপুট ডিভাইস কোনটি ?
উত্তর :- মনিটর ।

১৩) ইনপুট ডিভাইস কোনটি ?
উত্তর :- কিবোর্ড ।

১৪) কম্পিউটারের বুদ্ধি মানুষের চেয়ে -
উত্তর :- কম ।

১৫) পাওয়ার পয়েন্ট ফাইলকে কি বলা হয় ?
উত্তর :- প্রেজেন্টেশন ।

১৭) যে যন্ত্রের সাহায্যে তত্ত্ব প্রদান করা হয় তাকে কি বলে ?
উত্তর :- Input Device.

১৮) অপারেটিং সিস্টেম কি নিয়ন্ত্রণ করে থাকে ?
উত্তর :- পুরো কম্পিউটার সিস্টেম ।

১৯) স্ক্যানার এক ধরনের -
উত্তর :- ইনপুট ডিভাইস ।

২০) UPS এর পুরো নাম কি ?
উত্তর :- Uninterrupted Power Suply.

২১) Google হলো একটি - 
উত্তর :- সার্চ ইঞ্জিন ।

২২) পৃথিবীর প্রথম স্বয়ক্রিয় গণনা যন্ত্রের নাম কি ?
উত্তর :- MARK - 1 ।

২৩) CAPS LOCK কি জন্য ব্যবহার করা হয় ?
উত্তর :- বড় হাতের লেখার জন্য ।

২৪) লেখালেখির জন্য ব্যবহৃত প্রোগ্রাম কোনটি ?
উত্তর :- ওয়ার্ড প্রসেসিং ।

২৫) মডেম কি ?
উত্তর :- এক ধরনের তথ্য আদান-প্রদানের যন্ত্র ।

২৬) ‘C’ Language এর জনক কে ?
উত্তর :- ডেনিস রিচি । 

২৭) সুপার কম্পিউটার কে আবিষ্কার করেন ?
উত্তর :- সেয়মোরক্রে ।

২৮) মাইক্রোসফট কি ?
উত্তর :- কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান। 

২৯) চার্লস বাবেজ কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর :- ব্রিটেন ।

৩০) সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি হল -
উত্তর :- বিট ।

৩১) RAM কয় প্রকার ?
উত্তর :-  ২ ।

৩২) Modem কোন ধরনের ডিভাইস ?
উত্তর :- Input & Output Device .

৩৩) ROM এর পুরো নাম কি ?
উত্তর :- Read Only Memory.

৩৪) ১ বাইট = কত বিট ?
উত্তর :- ৮ বিট ।

৩৫) প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটার হল
উত্তর :- এ্যালটেয়ার ৮৮০০ ।

৩৬) মিনি কম্পিউটার এর জন্মদাতা কে ?
উত্তর :- কেনেথ এইচ ওলসেন।

৩৭) কম্পিউটার ভাইরাস কি ? 
উত্তর :- এক ধরনের প্রোগ্রাম ।

৩৮) কত সালে প্রথম হার্ডডিস্ক তৈরী হয় ? 
উত্তর :- ১৯৫৬ সালে ।

৩৯) ফেসবুকে মনের ভাব প্রকাশ কে কি বলে ? 
উত্তর :- স্ট্যাটাস ।

৪০) DVD এর পুরো নাম কি ? 
উত্তর :- Digital Vedio Disk / Digital Versatile Disk 

৪১) CD এর পুরো নাম কি ?
উত্তর :- Compact Disk .

৪২) বাইনারি অংকের সংক্ষিপ্ত নাম কি ?
উত্তর :- বিট ।

৪৩) ওরাকল কোন ধরনের প্রোগ্রাম ?
উত্তর :- ডাটাবেজ । 

৪৪) কোন ডিস্ক সরাসরি ফরম্যাট করা যায় না ?
উত্তর :- ফ্লপি ডিস্ক ।

৪৫) ফাইল এর অর্থ কি ?
উত্তর :- নথিপত্র ।

৪৬) Apple Computer কত সালে বাজারে আসে ?
উত্তর :- ১৯৭৬ সালে ।

৪৭) IT বলতে কী বোঝায় ? 
উত্তর :- ইনফরমেশন টেকনোলজি ।

৪৮) প্রথম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটি ?
উত্তর :- Fortran.

৪৯) E-mail কে আবিষ্কার করেন ?
উত্তর :- টিম বার্নার্স লি ।

৫০) Word Length মাপার একক কি ? 
উত্তর :- বিটস ।

File Details :-
File Name :- Computer Questions and Answers pdf in Bengali
File Language :- Bengali
File Size :-  1 MB
No. of Pages :- 03

1 comment:

×close ad